সরকারের মন্ত্রীপরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় মোস্তাফা জব্বারকে বিসিএস’র সংবর্ধনা


সরকারের মন্ত্রীপরিষদের অন্তর্ভুক্ত হওয়ায় মোস্তাফা জব্বারকে

 

 বিসিএস’র সংবর্ধনা

 

গতকাল ২ জানুয়ারি ২০১৮ খ্রি. মঙ্গলবার বিসিএস’র সাবেক সভাপতি জনাব মোস্তাফা জব্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাঁর প্রিয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির ধানমন্ডি কার্যালয়ে  সরাসরি আসেন এবং বিসিএস অফিসে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস এর সভাপতি জনাব আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, সাধারণ সম্পাদক ইঞ্জি. সুব্রত সরকার, পরিচালক মো. শাহিদ-উল মুনীরসহ অন্যান্য পরিচালকবৃন্দ, উপদেষ্টা ম-লী ও প্রাক্তন কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিসিএস’র সাধারণ সদস্যবৃন্দ। বিসিএস’র সাবেক সভাপতি জনাব মোস্তাফা জব্বারকে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদের অন্তর্ভুক্ত করায় বিসিএস গর্বিত ও আনন্দিত এবং এ জন্য বিসিএস’র কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা বিশ^শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় জনাব মোস্তাফা জব্বার, তাকে বর্তমান সরকারের মন্ত্রীপরিষদের অন্তর্ভুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে মন্ত্রণালয়েরই দায়িত্ব দিবেন আমি আমার দায়িত্ব দৃঢ়চিত্তে পালন করার চেষ্টা করব। তবে প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিলে আমার তথ্যপ্রযুক্তি সেক্টরের বর্তমান কর্মক্ষেত্র অনুযায়ী আমি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং সরকারের ডিজিটাল রূপান্তর ও এ সেক্টরে ডিজিটাল শিল্পবিপ্লব ঘটানোর চেষ্টা করব। তিনি বলেন বিসিএস বাংলাদেশের সকল তথ্যপ্রযুক্তি সেক্টরের প্রতিনিধিত্ব করে এবং বিসিএস’র  কর্মকা-কে আরো ব্যাপকতর করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো।

 

জনাব মোস্তাফা জব্বার বাংলাদেশের একজন তথ্যপ্রযুক্তিবিদ। তিনি বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং ৪ বার এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তিনি কম্পিউারে বাংলা ভাষা যুক্ত করার পথপ্রদর্শক এবং তাঁর প্রতিষ্ঠানের বিজয় বাংলা কিবোর্ড ১৯৮৮ সালে প্রকাশিত প্রথম বাংলা কিবোর্ড।

 

 ১৯৯৮ সালে কম্পিউটার এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের উপর থেকে শুল্ক প্রত্যাহারের যুগান্তকারী আন্দোলনে নেতৃত্ব দেন যার অভূতপূর্ব সাফল্য সকল কম্পিউটার ব্যবসায়ীদের জন্য ব্যাপক সুফল বয়ে আনে। ২০০৮ সালে আওয়ামী লীগে’র নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ  প্রতিষ্ঠার ঘোষণায় তাঁর লেখা নিবন্ধের বিশেষ ভূমিকা রয়েছে।

 

বিসিএস জনসংযোগ শাখা কর্তৃক প্রচারিত ও প্রকাশিত

০৩.০১.২০১৮

যোগাযোগ: ০১৮৪৭ ২৮৯০৯৪