প্রধানমন্ত্রীর নিকট অ্যাসোসিও’র ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড হস্তান্তর


ঢাকা: গতকাল ২০ নভেম্বর, ২০১৭  সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেবিনেট মিটিং চলাকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, এমপি এর নেতৃত্বে অ্যাসোসিও কর্তৃক প্রদত্ত বাংলাদেশ ডাক বিভাগকে প্রদত্ত  অ্যাসোসিও ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ডটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রীর সাথে যৌথভাবে এই পুরস্কার হস্তান্তর করেন  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক ।

 

উল্লেখ্য, দেশব্যাপী পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং টু দ্য আনব্যাংকড পিপল প্রকল্প সফলভাবে বাস্তবায়ন ও কার্যকর করার জন্য চলতি বছরের ১০-১৩ সেপ্টেম্বর তাইওয়ানের তাইপে নগরীতে অনুষ্ঠিত অ্যাসোসিও’র আইসিটি সামিট ২০১৭ এ বাংলাদেশ ডাক বিভাগকে অ্যাসোসিও ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাসোসিও ডিজিটাল অ্যাওয়ার্ড ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগ এই প্রকল্প বাস্তবায়নের জন্য উইটসা কর্তৃক প্রদত্ত মোবাইল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে  উইটসা গ্লোবাল আইসিটি অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে। এছাড়াও এই প্রকল্পটি একই সময়ে তাইপে নগরীতে সমান্তরালভাবে অনুষ্ঠিত অ্যাফাক্ট এর প্ল্যানারি মিটিংয়ে অ্যাফাক্ট কর্তৃক প্রদত্ত ট্রেড ফ্যাসিলেটেশন অ্যান্ড ই-কমার্স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ই-এশিয়া অ্যাওয়ার্ড অর্জন করে। এই ক্যাশকার্ড প্রদানের মাধ্যমে দেশের জনগণের দোরগোঁড়ায় সরকারের বিভিন্ন প্রকার সেবাসমূহ সহজে পৌঁছে দেয়ার অভূতপূর্ব সাফল্যের জন্য বিশ^ শীর্ষস্থানীয় আইসিটি সংগঠন কর্তৃক এই অনন্য সাধারণ পুরস্কারে বাংলাদেশ ডাক বিভাগকে ভূষিত করা হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি বিশ^ এবং ভূ-আঞ্চলিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক শীর্ষস্থানীয় সংগঠন উইটসা, অ্যাসোসিও এবং অ্যাফাক্ট এর অন্যতম সদস্য হিসেবে উক্ত পুরস্কারের জন্য বাংলাদেশ পোস্ট অফিসের নাম নাম প্রস্তাব করে।

 

পুরস্কার হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর নিকট প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক পুরস্কার প্রদানকারী বিশ^ এবং ভূ-আঞ্চলিক সংগঠনসমূহ এবং বাংলাদেশ ডাক বিভাগের এই পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট বর্ণনা করেন।

 

 

 

বিসিএস জনসংযোগ বিভাগ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত

তারিখ: ২১ নভেম্বর, ২০১৭