মাইক্রোসফট বাংলাদেশ ইনোভেশন প্রজেক্টে বিজয়ী ৫ জনকে ১ বছরের জন্য ব্রান্ড অ্যামব্যাসাডর নিয়োগ করবে


ঢাকা, ০৮ অক্টোবর, ২০১৭, শনিবার: মাইক্রোসফট বাংলাদেশ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির মধ্যে ইনোভেশন প্রকল্প সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। বিসিএস কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া কবির বশির বিসিএস এর ইনোভেশন টু ইন্ডাষ্ট্রি(আই২আই) কর্মসূচির আওতায় প্রদর্শিত ইনোভেশন প্রকল্পসমূহ থেকে বাছাইকৃত সেরা ৫টি প্রকল্পের উদ্ভাবককে আর্থিক প্রণোদনাসহ ১ বছরের জন্য মাইক্রোসফটের ব্রান্ড অ্যামব্যাসাডর নিয়োগ দেয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭’ শিরোনামে বর্ণাঢ্য তথ্যপ্রযুক্তি প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৮-২০ অক্টোবর ২০১৭ এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। হার্ডওয়্যার ও ম্যানুফ্যাকচারিং খাতে বাংলাদেশের সম্ভাবনা এ প্রদর্শনীতে তুলে ধরা হবে।
এর পূর্বে ইনোভেশন প্রকল্প বিষয়ে ইন্সপিরেশন এন্ড জাজেস প্যানেল এর একটি সভা অনুষ্ঠিত হয়। বিসিএস এর সভাপতি আলী আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাজেস প্যানেল থেকে সোনিয়া কবির বশির ছাড়াও উপস্থিত ছিলেন প্যানেলের ডাটাসফস সিস্টেম বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান। সভায় উপস্থিত ছিলেন বিসিএস এর সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব ইঞ্জি. সুব্রত সরকার, পরিচালক ও আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক শাহীদ-উল-মুনীর, বিবিএস এর প্রকল্প পরিচালক বীরেন্দ্রনাথ অধিকারী, জনসংযোগ কর্মকর্তা পবিত্র মিস্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর সমন্বয়ক শেখ রাহাত অয়ন, রিবুট লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবু আলবেরুনী খান, ডিরেক্টর শুভাশীষ রায়।

বিসিএস জনসংযোগ শাখা কর্তৃক প্রকাশিত ও প্রচারিত