কুমিল্লায় ‘তথ্যপ্রযুক্তি পণ্যের এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা’ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলাদেশ কম্পিউটার সমিতি কুমিল্লা শাখার উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তি পণ্যের এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা’ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

অনুষ্ঠানে বিসিএস সহসভাপতি জনাব ইউসুফ আলী শামীম, মহাসচিব জনাব মোশারফ হোসেন সুমন, কোষাধক্ষ্য জনাব মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক জনাব মো. শাহিদ-উল-মুনীর এবং জনাব মো. মোস্তাফিজুর রহমান তুহীন বক্তব্য রাখেন।

০৩ ডিসেম্বর সোমবার কুমিল্লা কান্দিরপাড় সাইবা সেন্টার কনফারেন্স সেন্টারে (দ্য রক স্টার) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার আগে বিসিএস কুমিল্লা শাখার ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা শাখার চেয়ারম্যান জনাব মো. মোয়াজ্জেম হোসেইন বুলবুল, ভাইস চেয়ারম্যান জনাব মো. মজিবুর রহমান মুকুল, সেক্রেটারি জনাব মোহাম্মেদ জহিরুল আলম, জয়েন্ট সেক্রেটারি জনাব মো. ফেরদৌস সায়েম ভুঁইয়া, কোষাধ্যক্ষ জনাব মো. জাকির হোসেইন এবং কার্যনির্বাহী সদস্য জনাব মো. সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।