সিলেটে ‘তথ্যপ্রযুক্তি পণ্যের এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা’ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তি পণ্যের এমআরপি এবং ওয়ারেন্টি নীতিমালা’ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

অনুষ্ঠানে বিসিএস সহসভাপতি জনাব ইউসুফ আলী শামীম, মহাসচিব জনাব মোশারফ হোসেন সুমন, পরিচালক জনাব মো. শাহিদ-উল-মুনীর এবং জনাব মো. মোস্তাফিজুর রহমান তুহীন বক্তব্য রাখেন।

২৯ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের নয়াসড়ক রোডের মিরবক্সটোলার রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার আগে বিসিএস সিলেট ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সিলেট শাখার চেয়ারম্যান জনাব এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ বিন আব্দুর রশিদ, সেক্রেটারি জনাব এ. এস.এম.জি. কিবরিয়া, জয়েন্ট সেক্রেটারি জনাব তারেক হাসান, কোষাধ্যক্ষ জনাব পার্থ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য জনাব মুজিবর রহমান এবং জনাব মাসুদ হায়দার জালালাবাদি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিসিএস সিলেট শাখার সদস্যদের মধ্যে বিসিএস সনদ প্রদান অনুষ্ঠিত হয়।