অচিরেই হবে সিলেটে আইসিটি ভবন


২৭ এপ্রিল, শুক্রবার,  সিলেট : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন সিলেট হবে দেশের প্রথম ডিজিটাল নগরী। সিলেটের সবুজ, সিলেটের হাওর আর সিলেটের নৈসর্গিক সৌন্দর্য সব মিলিয়ে ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ ডিজিটাল নগরী হবে সিলেট। শুক্রবার (২৭ এপ্রিল) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কম্পিউটার সমিতি, সিলেট শাখার আয়োজনে এক সংবর্ধনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্তে এবং সেক্রেটারী, এ এস এম জি কিবরিয়ার পরিচালনায় শুরু হওয়া সভায় মন্ত্রী আরো বলেন, সিলেটের কোম্পানিগঞ্জে হাইটেক পার্কের কাজ চলমান যা আগামী জুন মাস নাগাদ দৃশ্যমান হবে। যা সিলেটের জন্য গর্বের। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর-বাওর, নদীর তীরে স্থাপিত এই হাইটেক পার্ক হবে দেশের প্রযুক্তিখাতে এগিয়ে যাবার একটি অন্যতম নিদর্শন।

সামনে আরো একটি চ্যালেঞ্জ হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন, তাও আগামী ৭ই মে সফলভাবে সম্পন্ন বলে আশা করা যায়। আগামী আগষ্ট থেকেই এর সুফল পাওয়া যাবে বলে আশা করেন মোস্তফা জব্বার।

প্রযুক্তিখাতে বাংলাদেশের বর্তমান অগ্রগতি উল্লেখ করতে গিয়ে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সবকটি ইউনিয়ন ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় আসবে আর ২০২১ এর মধ্যে দেশের প্রত্যেকটি বাড়ি থাকবে কানেক্টিভিটির আওতাও। এখন স্মার্টফোন ও কম্পিউটারসহ বিভিন্ন রকম যন্ত্রাংশ দেশেই প্রস্তুত হচ্ছে। নেপাল, নাইজেরিয়া ও পূর্ব তিমুরে আমাদের দেশে তৈরি কম্পিউটার ও স্মার্টফোন রপ্তানি হচ্ছে। এখন আমাদের সোনালী সময়। বিশ্বের অন্যতম সেরা মোবাইল ফোন নির্মাতা কোম্পানি স্যামসাং শীঘ্রই বাংলাদেশে তাদের কারখানায় মোবাইল ফোন ও যন্ত্রাংশ উৎপাদন শুরু করবে। এতে বাংলাদেশ হতে পারে আগামী দিনের তথ্য প্রযুক্তি খাতে অন্যতম বড় রপ্তানিকারক দেশ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এনআরবিদের বিনিয়োগে আর্কষন করার জন্য অচিরেই আমাদের একটি প্রতিনিধি দল ব্রিটেন সফর করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি বলেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় অর্থায়নে যদি ভবন নির্মান করা হয় তবে, সিলেট সিটি কর্পোরেশন জায়গা দিতে প্রস্তুত আছে, মেয়র মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে, আগামী কাল শনিবার প্রস্তাবিত জায়গা পরিদর্শনের জন্য আমন্ত্রন জানান। মন্ত্রী মহোদয় মেয়রের প্রস্তাব সাদরে গ্রহন করে বলেন সবকিছু ঠিক থাকলে আগামী রমজানের মাসের মধ্যে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মোশাররফ হোসেন সুমন, সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মো. জাবেদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, মোঃ শাহিদ-উল-মুনির, পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সমিতি, মোঃ আছাব উল্লাহ খান জুয়েল, পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সমিতি, মুহাম্মদ বিন আব্দুর রশিদ, তারেক হাসান, পার্থ চৌধূরী, মুজিবুর রহমান স্বাধীন, আহমেদ মাসুদ হায়দার জালালাবাদী।