ব্যবসায় মানোন্নয়নে রাজশাহীতে বিসিএসের কর্মশালা


আইসিটি ব্যবসার উন্নয়ন এবং ব্যবসায়ীদের দক্ষতা বাড়াতে যৌথভাবে প্রশিক্ষণের আয়োজন করেছে আইটি বিজনেস প্রমোশন কাউন্সিল(আইবিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহীর পদ্মা পাড়ের সীমান্ত কনভেনশন সেন্টারে ‘হাউ টু ডেভেলপ ইউর বিজনেস প্ল্যান’ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল সকাল ১০ টায় এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার।

এসময় সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন এবং পরিচালক শাহিদ-উল-মুনীর ও মো: মোস্তাফিজুর রহমান তুহীন উপস্থিত ছিলেন।

এই কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান মো. আবুল ফজল কাশেমী, ভাইস-চেয়ারম্যান মুকিম-এ-মহিউদ্দিন আহমেদ, সেক্রেটারী মো. সাজ্জাদ হোসেইন প্রমুখ।

এই প্রশিক্ষণ কর্মসূচীতে ৪৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।