Date & Time

2018-02-01 12:21:00
BCS Innovation Center

Techno Master Class

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। ‘টেকনো মাস্টার ক্লাস’ শীর্ষক এই কর্মশালাটিতে দেশের প্রশিক্ষকদের পাশাপাশি থাকবেন ভারতের আইটি কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘ভিননিস’ ।

যারা এই কর্মশালায় অংশ নিতে চান তারা http://masterclass.bsdi-bd.org এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে পারবেন। 


  Date & Time: 2018-02-01 12:21:00 to 2018-02-07 12:21:00
 Vanue: BCS Innovation Center