লক্ষ্য ও উদ্দেশ্য

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কর্মসূচীর মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা , শারীরিক ও মানসিক বৃত্তিগুলোর বিকাশ এবং উৎকর্ষ সাধন করে নৈতিক, সামাজিক ও ধর্মীয় বিকাশের সর্বপ্রকার পদক্ষেপ গ্রহণ করা , সর্বোপরি ভাল ফলাফল অর্জন করে যাতে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। তাছাড়া ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারা বাংলাদেশে ১৫ টি মডেল স্কুলকে মাধ্যমিক স্তরের   Cluster center School ( C C S) TQI-SEP ঘোষণা করা হয়। এ স্কুল এন্ড কলেজে প্রতি বছর বিভিন্ন জেলা হতে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিদর্শনের জন্য শিক্ষক/ শিক্ষিকাগন শিক্ষা সফরে আসেন।