দায়িত্বপ্রাপ্ত শিক্ষক

(i) ক্লাস পর্যবেক্ষণ : দুইজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের জন্য ক্লাস পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়। (ii) পরীক্ষা পরিচালনা : কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা যেমন ক্লাশ টেস্ট, সিমেস্টার পরীক্ষা, প্রস্তুতিমূলক পরীক্ষা বা মডেল টেস্ট এবং বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়। (iii) শ্রেণি শিক্ষক : প্রতিটি সেকশনে একজন করে শ্রেণি শিক্ষক নিয়োজিত থাকেন যারা ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সংশ্লিষ্ট শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, সিমেস্টার পরীক্ষার ফলাফল এবং ক্লাস উপস্থিতির হার সংগ্রহ, বিন্যাস, প্রকাশ ও সংরক্ষণ করেন। এছাড়াও তারা ছাত্র-ছাত্রীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কলেজ প্রশাসন ও অভিভাবকদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। (iv) গাইড টিচার : অত্র কলেজে বেশ কয়েকটি বিষয়ে সম্মান এবং এম.বি.এস. প্রথম ও দ্বিতীয় পর্ব চালু করা হয়েছে। উক্ত কোর্সসমূহে বিভিন্ন পর্বে ছাত্র/ছাত্রীদের সার্বিক উন্নয়নের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন পর্বের প্রতি সেকশন/বিভাগের জন্য এক বা একাধিক গাইড টিচারের ব্যবস্থা রয়েছে।